• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

আমদানি শুরু, ভারত থেকে এলো ৩০ টন পেঁয়াজ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৮:৩২ পিএম
আমদানি শুরু, ভারত থেকে এলো ৩০ টন পেঁয়াজ
ভারত থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক। ছবি : সংগৃহীত

সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে।

তথ্যটি নিশ্চিত করেছেন পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।

সোহরাব হোসেন মল্লিক জানান, হিলি বন্দর দিয়ে সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়ার মেসার্স আরএস এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, “পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা থাকায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আজ প্রথম হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলো।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!