বিএনপি শহীদ মিনারকে রক্তাক্ত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “বিএনপি এ দেশে আগুন-সন্ত্রাসের জন্ম দিয়েছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে স্বৈরাচারী। তাদের চিহ্নিত করতে হবে।”
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুসহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতারা।
বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।