• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

স্কটিশ পার্লামেন্ট মেম্বার বললেন, ভোটার উপস্থিতি যথেষ্ট নয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১১:১২ এএম
স্কটিশ পার্লামেন্ট মেম্বার বললেন, ভোটার উপস্থিতি যথেষ্ট নয়
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিক্রিয়া জানাচ্ছেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন সংসদীয় আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করছেন বিদেশি পর্যবেক্ষকরা। পর্যবেক্ষক দলে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ভোটের পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি যথেষ্ট নয়।

এই পর্যবেক্ষক রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিনকে সঙ্গে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন তিনি। এ সময় ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না।

ভোটকেন্দ্রের সার্বিক ভোট গ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা, ভোটারের উপস্থিতি কম থাকার কারণ ব্যাখ্যা করেন ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।

 

Link copied!