• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে বাধা নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০২:২৭ পিএম
সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে বাধা নেই
সাদিক আবদুল্লাহ। ফাইল ফটো

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে কোনো বাধা নেই।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার (১৭ ডিসেম্বর) উচ্চ আদালতে রিট করেন সাদিক আবদুল্লাহ। হাইকোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে রুলসহ স্থগিতাদেশ দেওয়ার ফলে তার প্রার্থীতা বৈধ হয়।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইফতাবুল কামাল অয়ন। আর এই আসনের নৌকার প্রার্থীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের আবেদন করেন। সেখানে তার বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ আনা হয়। সে অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসি তার মনোনয়নপত্র বাতিল করেন।

Link copied!