• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়েছে ঢাকার সড়ক, ভোগান্তিতে নগরবাসী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৭:০৬ পিএম
এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়েছে ঢাকার সড়ক, ভোগান্তিতে নগরবাসী

টানা এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। ডুবে যাওয়া সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে কিছু যানবাহন। এসময় ভোগান্তিতে পড়েন অফিসফেরত অনেক মানুষ।

বুধবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়  নগরবাসীর এ দুর্ভোগের চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, প্রবল বর্ষণের পানিতে শাহবাগ, বাংলামটর, ধানমণ্ডি, মগবাজার, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বেইলি রোড, পল্টন, প্রেস ক্লাবের সামনের সড়কসহ ঢাকার অধিকাংশ এলাকা তলিয়ে গেছে এক ঘণ্টার বৃষ্টিতে।

ভোগান্তিতে পড়া এক পথচারী আমেনা। অফিস ছুটির পর বের হয়েই পড়েন বিপদে। ঝুম বৃষ্টিতে আটকে পড়েন। আবার বাসায় যাওয়ারও তাড়া। রিকশা নেই। রিকশা পেলেও ভাড়া চাচ্ছে দ্বিগুণ। বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই অপেক্ষা করছেন তিনি।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঢাকা শহরের জলাবদ্ধতা একটা নিয়মিত বিষয়। তবে এখন আর আগের মতো সামান্য বৃষ্টিতেই শহর ডুবে যায় না। জলাবদ্ধতা নিরসনে আমরা খালগুলোসহ করপোরেশনের আওতাভুক্ত নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করছি। এ ছাড়া কিছু জায়গাতে রাস্তায় নির্মাণকাজ চলমান থাকায় সেখানে কিছু জলাবদ্ধতা হচ্ছে যা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।”

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

Link copied!