• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:০৯ পিএম
লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানকে সামনে রেখে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে এই মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।

সন্ধ্যায় প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও একুশ উদযাপন পরিষদের সদস্য সচীব নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জানা গেছে, সন্ধ্যায় মোমবাতির আলোতে আলোকিত হয়ে ওঠে বিশাল এ মাঠ। শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আলপনা ও পাখিসহ গ্রাম-বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। বিশাল এই আয়োজন দেখতে প্রতিবারের মতো এবছরও দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে এসে মোমবাতি প্রজ্জ্বলন উপভোগ করেন।

এ সময় পুলিশ সুপার সাদিরা খাতুন, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Link copied!