• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৪, ১০:৪৬ এএম
গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী
সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় বক্তব্য দেবেন। পরদিন কোটালিপাড়ায় কর্মীসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বইছে। তারা এখন খুশির জোয়ারে ভাসছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের দুই পাশে টানানো হয়েছে রংবেরঙের পতাকা।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গোপালগঞ্জে আসছেন। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটাররা প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। জনগণও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।

Link copied!