• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

আমিনবাজারে পুলিশের তল্লাশি, যানজট-ভোগান্তিতে যাত্রীরা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ১২:৪৯ পিএম
আমিনবাজারে পুলিশের তল্লাশি, যানজট-ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এতে যানজট ও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

শনিবার (২২ জুলাই) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে পুলিশ।

ক্ষোভ প্রকাশ করে সাভার পরিবহনের বাসচালক রফিক বলেন, “হঠাৎ হঠাৎ এখন আমিনবাজারে পুলিশের তল্লাশি চালানো হচ্ছে। এতে যেমন বাসের যাত্রীরা বিরক্ত হচ্ছেন, আমাদেরও ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে।”

আফজাল নামের এক যাত্রী বলেন, “আমি নবীনগর থেকে বাসে করে গুলিস্তানের উদ্দেশে রওনা হয়েছি। কিন্তু বাস আমিনবাজার এলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পরে জানতে পারলাম পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।”

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশিদ বরেন, “এখানে আমরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। একজন সার্জেন্টের সহায়তায়  ফিটনেসবিহীন গাড়িগুলো তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া রাজধানীতে রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় নিরাপত্তার জন্যও তল্লাশি করা হচ্ছে।”

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Link copied!