• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

টায়ারে ফাটল, শাহজালালে বিমানের জরুরি অবতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০১:৩৭ পিএম
টায়ারে ফাটল, শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে।

সোমবার (৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, উড়োজাহাজটি কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের। এটি ভারতের স্থানীয় সময় ৯টা ১৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে মাঝ আকাশে এর ডান পাশের একটি চাকার টায়ার ফেটে গেলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

কর্তৃপক্ষ আরও জানায়, সকাল ১০টা ৩ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। অবতরণের সময় যে কোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত ছিল।

Link copied!