• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

তত্ত্বাবধায়ক সরকার আর প্রতিষ্ঠিত হবে না : কামরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০২:২৭ পিএম
তত্ত্বাবধায়ক সরকার আর প্রতিষ্ঠিত হবে না : কামরুল

তত্ত্বাবধায়ক সরকার আর কখনো দেশে প্রতিষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, “বিএনপি অহেতুক ভিত্তিহীন আন্দোলন করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।”

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কামরুল বলেন, “নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি।”

তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে এবং সুষ্ঠু হবে। বাংলাদেশে আর কখনো অনির্বাচিত সরকার আসবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না।”

Link copied!