বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
সোমবার (৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “এর আগেও চিকিৎসকরা তার (খালেদা জিয়া) মৃত্যু ঝুঁকির কথা বলেছিলেন। অনেক শঙ্কায় ছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু তখনও দেশেই সঠিক চিকিৎসায় সুস্থ হয়েছিলেন তিনি। এ কারণে মহান আল্লাহর কাছে এবারও দোয়া করি, তিনি সুস্থ হয়ে যেন শিগগিরই বাসায় ফেরেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “দেখেন, বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়টি আমাদের নয়। এটি সম্পূর্ণ আদালতের ওপর।”
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “দেশের ওপর আস্থা নেই বলেই পাকিস্তান আমল ভালো ছিল বলে মন্তব্য করেছেন ফখরুল।”
তথ্যমন্ত্রী আরও বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তাতে কিছু যায় আসে না।”