• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

সোনার দাম বাড়ল আরেক দফা, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৮:২৯ এএম
সোনার দাম বাড়ল আরেক দফা, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ
আরেক দফা বাড়ল সোনার দাম। ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ নিয়ে টানা সাতবার বৃদ্ধি পেল সোনার দাম। দেশের বাজারে এখন পর্যন্ত সোনার এটিই সর্বোচ্চ দাম। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা দাম বেড়েছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। যা এর আগে এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা বিক্রি হচ্ছিল।  

সোমবার (২৭ নভেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, রোববার (২৬ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ আট হাজার ১২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ তিন হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করে বাজুস। চলতি মাসে এ নিয়ে তিন দফা বাড়ল স্বর্ণের দাম। আর অক্টোবর মাসে বাড়ানো হয় চার দফায়।
 

Link copied!