• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৭ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন নিয়ে মন্তব্যে ভারতকে যে জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৫৪ পিএম
নির্বাচন নিয়ে মন্তব্যে ভারতকে যে জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের কাছে করা ভারতীয় পররাষ্ট্র সচিবের মন্তব্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কারণ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফরে আছেন বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যরা। সফরের অংশ হিসেবে গত ৬ অক্টোবর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে কথা বলেন তারা। উঠে আসে বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও। দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, বিচারপ্রক্রিয়া, জাতীয় নির্বাচন, সীমান্ত হত্যা-সহ সব বিষয়ে তুলে ধরেন ব্যাখ্যা।

বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা প্রতিবেশী দেশটির। কীভাবে জনগণ ও বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করতে পারে সে বিষয়েও মতামত তুলে ধরেন।

বিক্রম মিশ্রি বলেন, ‘ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়, এটি বাংলাদেশের অত্যন্ত ভুল ধারণা। ভারত চায় যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ভারত আশা করছে সে অনুযায়ী নির্বাচন হবে। বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক—এটাই আমরা চাই। নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করব আমরা। মনে রাখা উচিত, সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে।’ 

Link copied!