রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে ‘সেফ এক্সিট’-এর তালিকা করলে শীর্ষে থাকার কথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, আসিফ মাহমুদ যেখানে হাত দেন, সেখানেই বিতর্ক তৈরি হয়। বিসিবির সাম্প্রতিক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এত অল্প বয়সে তাকে বড় দায়িত্ব দেওয়ায় যে পরিমাণ জটিলতা তৈরি হয়েছে, তা সরকারকেই এখন ভোগ করতে হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এলজিডি উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিজের এলাকার জন্য অস্বাভাবিক হারে উন্নয়ন বরাদ্দ নিয়েছেন, যা দেশের অন্য কোনো জেলা পায়নি। মাসুদ কামালের মতে, এর মাধ্যমে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয়তা বাড়িয়ে ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও বলেন, এই ধরনের আচরণই ভবিষ্যতে রাজনৈতিক ‘সেফ এক্সিট’-এর প্রয়োজনীয়তা তৈরি করবে। কারণ, যারা আজ প্রভাবশালী, কাল তারা নির্বাচনে জামানত হারিয়ে কোথায় যাবেন—এই প্রশ্ন এখন থেকেই ভাবা উচিত।
তার ভাষ্য, শুধু আসিফ মাহমুদ নয়—সরকারের আরও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ, যার মধ্যে দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ও রয়েছে।