• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

রেস্তোরাঁয় খাবার টেবিলে ঢলে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১০:১৮ এএম
রেস্তোরাঁয় খাবার টেবিলে ঢলে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা
হাসিবুর রহমান। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান (২৫) মারা গেছেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

সহপাঠীরা জানান, ওই রাতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুরান ঢাকার কোটকাচারির বিপরীতে একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

সহপাঠী আয়াতুল্লাহ আল মাহমুদ বলেন, ‘খাওয়ার সময় হাসিব ভাই বললেন, আমি শ্বাস নিতে পারছি না। এরপর তিনি হঠাৎ নিচে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, হাসিবুর রহমানকে হাসপাতালে আনার সময় তাঁর হৃদস্পন্দন খুবই দুর্বল ছিল। ইসিজি করার পর দেখা যায়, হৃদস্পন্দন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

Link copied!