• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৭ রবিউস সানি ১৪৪৭

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন ৪০০ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:২১ পিএম
ইসলামী ব্যাংকের চাকরি হারালেন ৪০০ জন

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকে চলছে নজিরবিহীন শুদ্ধি অভিযান। দক্ষতা যাচাই ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসঙ্গে আরও ২০০ জন কর্মীকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ফলে এখন পর্যন্ত মোট ৪০০ কর্মীর চাকরি চলে গেছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা এ ঘটনাকে ‘অভূতপূর্ব ছাঁটাই প্রক্রিয়া’ বলে উল্লেখ করেছেন।

তবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ মূলত দক্ষতা যাচাই ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কর্তৃক পরিচালিত বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন কর্মী, এর মধ্যে ৩৬৪ জন উত্তীর্ণ হলেও ৫০ জনকে পুনঃপ্রশিক্ষণের পর আবারও সুযোগ দেওয়া হবে। আর যারা পরীক্ষায় অংশ নেননি—তাদের প্রায় পাঁচ হাজার জনকে আপাতত ওএসডি (বিশেষ দায়িত্বে সংযুক্ত) করা হয়েছে।

ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, চাকরি হারানোদের মধ্যে অনেকেই শুধু পরীক্ষায় অযোগ্যতার কারণে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালানো, সহকর্মীদের বাধা দেওয়া এবং ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হাজারো কর্মীকে সরাসরি সিভির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এর বড় অংশই ছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মীই ওই অঞ্চলের বলে জানা গেছে।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ড. কামাল উদ্দীন জসীম বলেন, আমাদের লক্ষ্য কাউকে ছাঁটাই করা নয়, বরং যোগ্যতার ভিত্তিতে বৈধতা নিশ্চিত করা এবং কর্মীদের দক্ষতা বাড়ানো।

Link copied!