• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

আলমারি-খাট-কলা ও বালতিসহ এনসিপিকে ৫০ প্রতীকের তালিকা দিলো ইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:৫০ পিএম
আলমারি-খাট-কলা ও বালতিসহ এনসিপিকে ৫০ প্রতীকের তালিকা দিলো ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নিবন্ধনের জন্য ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বাছাই করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলটির দাবি করা শাপলা প্রতীক তালিকায় নেই।

ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী শাপলা প্রতীক অনুমোদিত নয়। তাই নিবন্ধনের জন্য সংরক্ষিত তালিকা থেকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। আগামী ৭ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত জানাতে হবে দলটিকে।

কোন কোন প্রতীক আছে তালিকায়?

ইসির দেওয়া তালিকায় রয়েছে— আলমারি, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

এনসিপির অবস্থান

প্রথমে এনসিপি আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দের প্রতীক হিসেবে উল্লেখ করে। পরে তারা সংশোধন এনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার দাবি জানায়।

গত ২২ সেপ্টেম্বর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন— আমরা আজও শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। ষড়যন্ত্র চলছে, তবে এই তিন প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে।

ইসির অবস্থান

২৩ সেপ্টেম্বর ইসি সচিব স্পষ্ট জানান— এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। আমাদের তালিকায় শাপলা নেই, তাই দেওয়ার সুযোগ নেই।

Link copied!