• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

‘সতেজ’ থাকার গোপন রহস্য প্রকাশ করলেন জয়া আহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১০:২৪ এএম
‘সতেজ’ থাকার গোপন রহস্য প্রকাশ করলেন জয়া আহসান

চলতি বছর ঢাকায় ও কলকাতায় ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই গুণী অভিনেত্রী।

গতকাল যোগব্যায়ামের একটি ছবি পোস্ট করে প্রশংসায় ভাসছেন জয়া। ছবিটিতে এরই মধ্যে ১১ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। অনেকেই মনে করছেন, এটাই হয়তো তার ‘সতেজ’ থাকার গোপন রহস্য। আজ (৮ অক্টোবর) সকালে কালো পোশাকে পোস্ট করা আরও দুটি নতুন ছবিতেও প্রতিক্রিয়া এসেছে দুই হাজারের বেশি।

জয়া অভিনীত ঢাকার সর্বশেষ সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে গত মাসে। এছাড়া চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘জয়া ও শারমিন’, যার নির্মাতা পিপলু আর খান। একই বছর মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’—সব মিলিয়ে ছয়টি ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়েছেন তিনি।

এর আগের এক ছবির ক্যাপশনে জয়া লিখেছিলেন, ‘তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী।’—এতেই যেন ফুটে উঠেছে তার শিল্পীসত্তার আরেকটি দিক।

ব্যস্ত অভিনয়জীবনের মাঝেও নিজের যত্নে কোনো ঘাটতি রাখেন না জয়া—তার সাম্প্রতিক ছবিগুলো যেন সেই বার্তাই দিচ্ছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!