• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

বাড়ি বাড়ি না গিয়ে যেভাবে ভোটার হালনাগাদ করতে চায় ইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০২:০৬ পিএম
বাড়ি বাড়ি না গিয়ে যেভাবে ভোটার হালনাগাদ করতে চায় ইসি
ছবি : সংগৃহীত

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করার বিধান তুলে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন কার্যক্রমকে আরও বেগবান করবে সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত এক সংলাপ এমন পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার নিবন্ধন ৩৬৫ দিন চালু থাকে। বছরের যেকোনো সময় ১৮ বছর হলে তিনি ভোটার হতে পারবেন। শুধু বায়োমেট্রিক দেওয়ার জন্য তাকে যেতে হয় সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে। ভোটার তালিকা হালনাগাদ যে শুধু বাড়ি বাড়ি গেল করতে হবে বিষয়টি তা নয়। বরং ভবিষ্যতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার বিধানটায় উঠিয়ে দেওয়ার চিন্তা আমরা করছি।

তিনি বলেন, এবারের হালনাগাদ করা হয়েছিল অতিরিক্ত ব্যয় নিয়ে। কারণ পর পর তিনটা বিতর্কিত নির্বাচনের পর এ ভোটার তালিকা নিয়ে আমরাই কনিফিডেন্স পাচ্ছিলাম না। এ ভোটার তালিকার কার্যকারিতা আমাদের পরীক্ষা করার দরকার ছিল। এ কারণে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হয়েছে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম না করার কারণ তুলে ধরে তিনি বলেন, বাস্তবতার নিরীক্ষে দেখলাম অনেক জায়গায় আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। বহুতল ভবনের নিচে থেকে পাঠিয়ে দেয়। সুতরাং আমাদের এ সীমাবদ্ধতা গুলো আছে এবং এলাকায় দুইবার তিনবার মাইকিং করার পরও আমাদের শ্রমজীবী মানুষদের পাওয়া যায় না, তাদের পক্ষে সম্ভব না ওইভাবে থাকা। তাই আমি মনে করি এখন যে বিধানটা (অনলাইনে নিবন্ধন) আছে এটাই থাকা উচিত। যেকোনো সময় যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবে। এরজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে তারা এটা করতে পারেন।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, পার্বত্য চট্টগ্রামে আগে মোবাইল নেটওয়ার্কের আওতায় ছিল না। এখন তা আছে। কোনো একটা জায়গাতে যেখানে নেটওয়ার্কের ক্যাভারেজ আছে সেখানে গিয়ে নিবন্ধন কার্যক্রমটা সম্পাদন করতে পারে। পাশাপাশি অনেক কম্পিউটারের দোকানও (অনলাইন সেবা প্রদান করে) এ সেবা দেয় সেখানেও করতে পারবে। আবার সরকার একটা ছাতার নিচে সকল সেবা পাওয়া যাবে এমন পদ্ধতি আনার চেষ্টা করছে। আমাদের নির্বাচন অফিসগুলোতে এ সেবা তো আছেই পাশাপাশি ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে এ কার্যক্রম শুরু করা যায় তাহলে সহজ হয়ে যাবে এটা।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সাতবার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ২০২২-২০২৩ ও ২০২৫ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন ভোটার। পুরুষ ভোটা ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।

Link copied!