• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৭ রবিউস সানি ১৪৪৭

অতি ভারি বৃষ্টি, জলাবদ্ধতা ও ভূমিধসের আভাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৮:৪৩ পিএম
অতি ভারি বৃষ্টি, জলাবদ্ধতা ও ভূমিধসের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আটটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার ঝুঁকির কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত বিশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। রাতের মধ্যে ভারতের উড়িষ্যা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আঘাত হানতে পারে।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার, মোংলা থেকে ৬৬৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৬৮৫ কিলোমিটার দূরে নিম্নচাপটির অবস্থান ছিল দুপুর ১২টার দিকে। কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারি (১৮৮ মিমি পর্যন্ত) বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নগর এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারি বর্ষণের কারণে ফেনীর মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি বাড়তে পারে, যা আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে এর প্রভাবে সারা দেশেই ভারি বৃষ্টি অব্যাহত থাকবে।

Link copied!