• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৯:১৪ পিএম
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন
ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীতে ঢাকা সেনানিবাস এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।  

আনোয়ার হোসেন বলেন, “ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপর একটি চটের বস্তা ছিল। এর কারণে সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো হতাহত হননি।”

এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Link copied!