• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

বাড্ডায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:১৭ এএম
বাড্ডায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার
বাড্ডা থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর তাদের মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ।

নিহতরা হলেন গিয়াস উদ্দিন (৭২) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, নিহত গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। আর তার ছেলে রাকিব ছিলেন বিদ্যুতের মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের জেলেপাড়ার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।

বাড্ডা থানা–পুলিশ জানিয়েছে, রাকিবের সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তিনি সেখানে না যাওয়ায় হারুন নামে তার এক বন্ধু রাত সোয়া নয়টার দিকে বাসায় এসে ভেতর থেকে ঘরটি বন্ধ দেখতে পান। তখন অন্যদের ডেকে তিনি দরজা খুলে ঘরে বাবা–ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান।

গুলশান বিভাগের বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, তদন্তের প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে ছেলে রাকিব হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সেটি দেখার পর বাবা গিয়াস উদ্দিন হার্ট অ্যাটাকে মারা যান। বিষয়টি তদন্তাধীন, ময়নাতদন্তে রিপোর্ট মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!