• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বাড্ডায় লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১০:২২ এএম
বাড্ডায় লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপের ঢালে লরির ধাক্কায় ফরিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সোমবার (২২ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ফরিদ মিয়া ওই এলাকার একটি অফিসে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। তিনি দক্ষিণ বাড্ডার মৃত কুব্বত মিয়ার ছেলে।

নিহতের নাতি নাজমুল হাসান বলেন, “আমার নানা মেরুল বাড্ডার ইউলুপের ঢালে নিরাপত্তা কর্মীর কাজ করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন ও রোজা রাখতেন। ফজরের নামাজের কিছু আগে রোজা রাখার জন্য নানা খাবারের পানি আনতে রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুতগতির একটি লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Link copied!