ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৫১ এএম
ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেপ্তার
নজরুল ইসলাম

জালিয়াতি করে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিনই তাকে দুদকের প্রধান কার্যালয়ে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে অনুসন্ধান টিমের সদস্যরা পুরান ঢাকার বংশাল থেকে নজরুলকে গ্রেপ্তার করেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে রমনা থানার হেফাজতে রাখা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 

দুদক সূত্র জানায়, ঢাকার তোপখানা রোডে ৩৬ নম্বর প্লটের ভবনটি ও ৩৩ দশমিক ৫৬ শতাংশ জমি ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে ২০৭ কোটি ৩৬ লাখ টাকায় ক্রয়-বিক্রয় দেখিয়ে বিক্রেতার সঙ্গে আঁতাতের মাধ্যমে ১৭০ কোটি টাকা আত্মসাৎ করা হয়। জমিসহ ভবনটির প্রকৃত মূল্য ছিল ৩০ কোটি টাকা। এ জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন নজরুল।

এ অভিযোগে চলতি বছরের ৩১ জুলাই সাবেক চেয়ারম্যান নজরুলসহ ২৪ জনকে আসামি করে মামলা করে দুদক। মামলাটির তদন্ত পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলো। 

Link copied!