ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার জন্মদিন উদযাপন করলেন দেশ থেকে অনেক দূরে, মালয়েশিয়ায়। সেখানে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আয়োজন করা এই জন্মদিনের কিছু ঝলক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।
পরীমণি নিজেও তার জন্মদিনের কয়েকটি মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। মিষ্টি হাসি আর উচ্ছ্বাসে ভরা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার কস্টিউম ডিজাইনার গোলাম হোসেনের দেওয়া আবেগঘন শুভেচ্ছা বার্তা।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে গোলাম হোসেন লিখেছেন,
“আমার অর্ধেক জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তুমি দিয়েছো পরী। এই জন্মদিনের সময়টা জীবনে যোগ করার মতো, ভুলে যাওয়ার নয়। এই ১৪ বছরেও তোমাকে নতুন করে চিনে শেষ করতে পারলাম না... আই লাভ ইউ, উই লাভ ইউ, শুভ জন্মদিন আমাদের সবার পরী।”
তার এমন বার্তা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। পরীমণিও মন্তব্যে তিনটি ভালোবাসা ও চুমুর ইমোজি দিয়ে লিখেছেন,
এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অনেকেই মজা করে লিখেছেন, “বন্ধুত্ব না কি কিছু বেশি!” তবে পরীমণির ঘনিষ্ঠ সূত্র জানায়, তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বপূর্ণ—দীর্ঘদিনের সহকর্মী হিসেবে দুজনের বোঝাপড়া খুবই ভালো।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে গোলাম হোসেনের সঙ্গে পরীমণির বন্ধুত্বের ঝলক দেখা গেছে। কখনো একসঙ্গে গাড়িতে ঘুরতে বেরোনো, কখনো নাচে মেতে ওঠা কিংবা শুটিং সেটে খুনসুটির মুহূর্ত—সব মিলিয়ে তাদের বন্ধুত্ব সব সময়ই আলোচনায় থাকে।
পরীমণির মালয়েশিয়ার এই জন্মদিনের আয়োজন নিয়ে ভক্তরা মন্তব্য করছেন, “এমন হাসিখুশি পরীকে অনেকদিন পর দেখা গেল।”




































