ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও আলোচনায় এসেছেন নিজের একগুচ্ছ নতুন ছবির মাধ্যমে। শুক্রবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন—
“একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়, শুভ সকাল।”
এই সংক্ষিপ্ত কিন্তু ইতিবাচক বার্তাটিই ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।
ছবিগুলোতে বুবলীকে দেখা গেছে একদম ফুরফুরে মেজাজে। পরনে কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, সঙ্গে কালো প্যান্ট; বড় ফ্রেমের সানগ্লাসে ধরা দিয়েছেন আত্মবিশ্বাসী ও স্টাইলিশ ভঙ্গিতে। সূর্যের আলোয় ঝলমল করা মুখে হালকা মেকআপ, ঢেউ খেলানো চুল—সব মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর উপস্থিতি।
ভক্তরা বলছেন, বুবলী যেন আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী ও প্রশান্ত দেখাচ্ছে। কেউ লিখেছেন, “আপনার হাসিটাই আজকের দিনের অনুপ্রেরণা।” আবার কেউ প্রশংসা করেছেন তার স্টাইল ও পজিটিভ ভাবনার জন্য।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে এসেছে হাজারো লাইক ও শত শত মন্তব্য। ভক্তরা তার ইতিবাচক মনোভাব ও সৌন্দর্যের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
উল্লেখ্য, শবনম বুবলী প্রথমে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করলেও চলচ্চিত্রে পা রেখে দ্রুতই জায়গা করে নেন ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের কাতারে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও তিনি নিয়মিত আলোচনায় থাকেন।




































