যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌগাছা-ঝিকরগাছা সড়কের ভাদড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো চৌগাছার পাশাপোলের কালিয়াকুন্ডু গ্রামের মন্তাজ আলীর ছেলে ইমন হোসেন (১৫) ও একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইমন ও আশরাফুল মোটরসাইকেলে ঝিকরগাছা যাচ্ছিল। তারা ভাদড়া মোড়ে পৌঁছালে ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দুকিশোর মারা যায়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।





































