• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ১১:১৪ এএম
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা।

রাজধানী ঢাকা ছাড়াও ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার।

ইউএসজিএস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

Link copied!