• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩, ১১:৩১ এএম
দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

বায়ুদূষণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ঢাকা। প্রায় সব সময় ঢাকার দূষণ এমন পর্যায়ে থাকে, যা মানুষের জন্য ক্ষতিকর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালের তথ্যানুযায়ী, দূষণের শীর্ষে রয়েছে দিল্লি। আইকিউ এয়ারের সূচকে দিল্লির স্কোর ১৮৭, অবস্থান প্রথম। ঢাকার স্কোর ১৫৬, অবস্থান চতুর্থ।

তালিকায় দেখা গেছে, দিল্লির পরের স্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং নেপালের কাঠমান্ডু। দূষণের শীর্ষ ১০ স্থান দখল করা অন্য শহরগুলো হলো ভারতের মুম্বাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের সাংহাই ও বেইজিং, থাইল্যান্ডের ব্যাংকক এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।
 

Link copied!