• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

জঙ্গিবাদ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৩:২৩ পিএম
জঙ্গিবাদ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, “যার যার নিজেদের সন্তান, তারা যেন কোনোভাবেই মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি, জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না। বিশ্বব্যাংক অপবাদ দিতে চেয়েছিল।”

তিনি বলেন, “মাত্র আড়াই ঘণ্টায় আমরা এখানে এসেছি। ঢাকা থেকে আগে কোটালীপাড়ায় আসতে ২২ থেকে ২৪ ঘণ্টা লাগত। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছিলাম বলেই আজ এত দ্রুত আসতে পেরেছি।”

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “মহামারির কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি।” 

Link copied!