রাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে লেকের পাড়ে জুতা রেখে হাঁটুপানিতে হাত-মুখ ধুচ্ছিলেন ওই ব্যক্তি। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার সেখানে এসে তার জুতা দেখতে পান, কিন্তু তাকে আর দেখা যায়নি। তখন সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই একই স্থানে লেকের পানিতে মরদেহ ভেসে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির প্রযুক্তিগত সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবার জানায়, ওয়াসিমুল হক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ইস্কাটন গার্ডেন এলাকায় মায়ের সঙ্গে থাকতেন।
এসআই মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’