• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

‘মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, সৈন্যদের প্রস্তুতি নিতে বললেন ভারতের সেনাপ্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০২:৫৪ এএম
‘মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, সৈন্যদের প্রস্তুতি নিতে বললেন ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ না করলে মানচিত্র থেকে পাকিস্তানের অস্তিত্ব মুছে ফেলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, যদি পাকিস্তান মানচিত্রে তাদের অবস্থান ধরে রাখতে চায়, তবে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী।

পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জঙ্গিগোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন, ‘ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে, তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না।’

জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমরা অপারেশন সিঁদুরে (১.০) যে দয়া দেখিয়েছি, আর তা দেখাব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের স্থান ধরে রাখতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।’

রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: পিটিআই

তিনি ভারতীয় সেনাসদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধান বলেন, ‘ভগবানের ইচ্ছা থাকলে, আপনারা শিগগির একটি সুযোগ পাবেন। শুভকামনা রইল।’

জেনারেল দ্বিবেদীর এমন হুঁশিয়ারির আগে, শুক্রবার সকালে বিমানবাহিনীর প্রধান এ পি সিং মন্তব্য করেন, গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ এবং চীনের জেএফ-১৭সহ চার থেকে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের লক্ষ্য ছিল, কোনো নিরীহ জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের গোপন আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মাস্টারমাইন্ডদের নিশ্চিহ্ন করা।

জেনারেল দ্বিবেদী আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের সময় ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলোর প্রমাণ ভারত বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। আমরা যদি এটা না করতাম, তবে পাকিস্তান সত্য গোপন করত।’

এই অনুষ্ঠানে সেনাপ্রধান অপারেশন সিঁদুরে অবদানের জন্য তিন কর্মকর্তাকে সম্মানিত করেন। বিএসএফের ১৪০তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট প্রভাকর সিং, রাজপুতানা রাইফেলসের মেজর রিতেশ কুমার এবং হাবিলদার মোহিত গায়রা এই বিশেষ সম্মানে ভূষিত হন।

Link copied!