• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭
ইয়াশ রোহানকে কটাক্ষকারীদের মেহজাবীন

এত ঘৃণা নিয়ে কীভাবে ঘুমাতে যান?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৯:২৭ এএম
এত ঘৃণা নিয়ে কীভাবে ঘুমাতে যান?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সিনেমা বা নাটক সবখানেই মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি অভিনেতার একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমির দিন কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি। পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’।  

ওই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের একাংশ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিদ্রুপ ভাষায় নানা মন্তব্যে করেন। যারমধ্যে অনেকেই লিখেছেন ‘মুসলমান ভেবে ভুল করা আমি!’, ‘আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না! কারণ, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম। আর নাটক গুলো ভালো লাগতো’, ‘আপনার নাটক আর দেখব না!’- এমন অসংখ্য তির্যক মন্তব্যে ভেসেছে অভিনেতার পোস্টে। যা মোটেও ভালোভাবে নেননি বিনোদন অঙ্গনের তারকারা। 

এদিকে ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

এদিকে আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার দেশ সবার।’

ধর্মের বিভাজন টপকে ইয়াশ পৌঁছে গেছেন মানুষের হৃদয়ে। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও খুব সরল মনের মানুষ তিনি। তার মন্তব্যের ঘরে কটাক্ষের জবাবে সরলতা ফুটে উঠেছে। তবে সব প্রতিক্রিয়া যে নেতিবাচক ছিল, তা নয়। ভালোবাসাও দিয়েছেন অনেকেই। অভিনেতার প্রতি ভালোবাসা জানিয়ে একজন লিখেছেন, ‘আজকে জানলাম রোহান ভাই হিন্দু। যাক ভালোবাসা অবিরাম ভাই।’ অন্য একজন লিখেছেন, ‘কমেন্ট দেখলে বুঝা যায় মানুষের মনমানসিকতার কোথায় নেমেছে।’

Link copied!