জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘদিন ধরে রয়েছেন পর্দার আড়ালে। বাংলাদেশে শোবিজ ক্যারিয়ার গড়ার পর কন্যা ওয়ারিশাকে নিয়ে এখন তিনি বসবাস করছেন। যদিও অভিনয়ে এখন অনুপস্থিত, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়ে এক আবেগঘন পোস্টে মন খারাপ করে দিয়েছেন ভক্তদের।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিন্নি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়—তিনি মেয়ের গালে চুমু খাচ্ছেন।
ছবির ক্যাপশনে নিজের অসুস্থতা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে লিখেছেন, ‘আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে, সম্ভবত আমার কোনো বড় অসুখ হইছে। কিন্তু এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কারণ আমি জানতে চাই—আমি সুস্থ আছি না কি নাই।’
তিনি আরও জানান, ‘আমি আজ ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি চমৎকার একজন মানুষ। আমাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন এবং সেগুলো করিয়েছি। আমার টেস্টের রিপোর্ট যাতে ভালো আসে, এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। দয়া করে… আমি আমার মেয়েদের সঙ্গে আরো বেশিদিন বাঁচতে চাই।’
তিন্নি তার লেখার এক পর্যায়ে মানবতার কথা তুলে ধরে বলেন, ‘মানবজনম বড়ই মধুর, যদি হও মানুষ—এটা কারো কথা নয়, এটা আমার কথা... আর আমার দাদুর কথা ছিল, ‘মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর।’ শুভ হোক মানব জন্মের।
২০০৬ সালে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেন তিন্নি। সেই সংসারে জন্ম নেয় কন্যা ওয়ারিশা। ২০১২ সালে বিচ্ছেদ হয়। পরবর্তীতে তিন্নি ২০১৪ সালে আদনান হুদা সাদকে বিয়ে করেন এবং তাদের ঘরে জন্ম নেয় আরেক কন্যা, আরিশা। ২০১৭ সালে দ্বিতীয় সংসারও ভেঙে যায়। এরপর থেকেই তিনি কানাডায় বসবাস করছেন।
২০০২ সালে ‘আনন্দধারা ফটোজেনিক’ প্রতিযোগিতায় পঞ্চম রানারআপ হয়ে তিন্নির শোবিজ যাত্রা শুরু। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৬৯’ নাটকের মাধ্যমে পরিচিতি পান। এরপর একাধিক দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘সে আমার মন কেড়েছে’।
ঢালিউডে নায়ক শাকিব খানের বিপরীতেও তাকে দেখা গেছে বাণিজ্যিক সিনেমায়। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে ধীরে ধীরে অভিনয় জগত থেকে দূরে সরে যান তিনি।