বলিউড অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না সম্প্রতি নিজের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ শেয়ার করেছেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে এক রসিক, কিন্তু মজার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তিকর মুহূর্ত।
এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান ও ঋষি কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট। সেখানেই টুইঙ্কেল বলেন, একবার আমি প্রায় কাপুর পরিবারের সদস্য হয়ে গিয়েছিলাম—তাও আবার ‘অবৈধ কন্যা’ হিসেবে!
ঘটনার সূত্রপাত এক জন্মদিনের টুইট থেকে। ঋষি কাপুর মজার ছলে টুইট করেছিলেন: “শুভ জন্মদিন প্রিয়! ১৯৭৩ সালে ‘ববি’ সিনেমার শুটিংয়ের সময় আমি তোমার মাকে প্রেম নিবেদন করছিলাম, তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।”
এই টুইট দেখে নেটিজেনদের একাংশ রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে। গুজব ছড়িয়ে পড়ে, টুইঙ্কেল কি ঋষি কাপুরের ‘অবৈধ সন্তান’? এমন ট্রলের মুখে পরে ঋষি কাপুরকে আলাদা টুইট করে বিষয়টি পরিষ্কার করতে হয়
তিনি লেখেন— “না না, আমি দুঃখিত। এটা নিছকই একটা মজার টুইট ছিল।”
শোতে বসেই সেই স্মৃতি তুলে ধরে হেসে হেসে টুইঙ্কেল বলেন— আমি তখন সবাইকে বলছিলাম—আলিয়া, আমি কিন্তু তোমার ননদ না! এটা একটা ভুল!
বিষয়টি নিয়ে আলিয়া কিছুটা অস্বস্তিতে পড়লেও বরুণ ধাওয়ান মজা করে বলেন, আলিয়া এখনো বুঝতে পারছে না, কীভাবে রিঅ্যাক্ট করবে!
বলিউডের আইকনিক দম্পতি রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কেল খান্না। ব্যক্তিগত জীবনে তিনি সুপারস্টার অক্ষয় কুমারকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তান—আরাভ ও নিতারা।