• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, যান চলাচল স্বাভাবিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৫:৪০ পিএম
অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত, যান চলাচল স্বাভাবিক
অটোরিকশা চালকদের গণ-অবস্থান। ছবি : সংগৃহীত

১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণ-অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি স্থগিত করা হয়।

গণ-অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে অবস্থান নেন কয়েকশ’ অটোরিকশা চালক। এতে ওইসব এলাকার সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন অফিস ও কর্মস্থলগামী মানুষ।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

এর আগে হাইকোর্টে রিট দায়ের করেন বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সম্পাদক মমিন আলী। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে নির্দেশনা চাওয়া হয়। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া ওই আদেশের পরই বিক্ষোভে নামেন অটোরিকশা চালকরা।

এদিকে, ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। 
রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে। আবেদনের প্রস্তুতি চলছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!