• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭

৫ ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৯:২৩ এএম
৫ ব্যাংকে প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন যারা
লোগো

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চুড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলমকে। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও সালাহউদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব।

অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 

আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসককে সহায়তা করার জন্য প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আরও চারজন করে কর্মকর্তা থাকবেন।

বর্তমান পরিচালনা পর্ষদ এই মুহূর্তে সহায়তার জন্য বহাল থাকলেও, ধীরে ধীরে তা নিষ্ক্রিয় হবে এবং পুরো দায়িত্ব পালন করবে প্রশাসকের নেতৃত্বাধীন টিম।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো পরিচালনার জন্য প্রতিটিতে বাংলাদেশ ব্যাংক থেকে একটা করে টিম বলবৎ থাকবে। এই প্রশাসক টিম বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে জয়েন্টলি কাজ করবে। এবং আমাদের সেন্ট্রাল টাস্কফোর্স বাইরে থেকে এটা সমন্বয় করবে। এখন ৫টি ব্যাংকেই পৃথক টিম গঠন করা হবে। নির্বাহী পরিচালক বা পরিচালকের নেতৃত্বে এই টিমগুলো হবে।’

Link copied!