সংগীত ভ্রমণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। সেখানেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন এই গায়িকা।
আতিয়া লিখেছেন, বয়সে ছোট হওয়ায় কিংবা অন্য কোনো কারণে তাকে গালি দেওয়া বা অসভ্য আচরণ করা—এটি তিনি কোনোভাবেই মেনে নেবেন না। তার ভাষায়, “সবাই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো—তাহলে সত্যিই ইগনোর করতাম। কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে, তবে সেটা মেনে নেওয়া যায় না।”
এ সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর, যিনি বর্তমানে একই ট্যুরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আতিয়া জানান, আসিফ আকবর তাঁর অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন, ঘটনার সঠিক সমাধান করেছেন এবং শিল্পীদের সম্মান বজায় রাখার জন্য কাজ করেছেন।
ফেসবুক পোস্টে আতিয়া আরো লেখেন, “আমি গান করার জন্য যুক্তরাষ্ট্রে এসেছি; সময়, শ্রম আর সবার বিশ্বাস নিয়েই এই ভ্রমণে যোগ দিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে আমি চুপ করে থাকব না। অন্যায় সহ্য করা যায়, কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি বলেন, পুরো ট্যুর জুড়েই আসিফ আকবর দায়িত্ব নিয়েছেন, যেকোনো সমস্যার সমাধান করেছেন এবং শিল্পীদের স্বার্থ রক্ষা করেছেন। “আমাদের প্রথম শো থেকে শুরু করে শেষ পর্যন্ত আসিফ ভাইয়া সবকিছু সঠিকভাবে পরিচালনা করেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন এবং সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন। তাঁর এই সমর্থনের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ,” যোগ করেন আতিয়া আনিসা।
এই ঘটনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। অনেকে মনে করছেন, একজন শিল্পীর জন্য সম্মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি—যা আতিয়া আনিসা সরাসরি তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে।