• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দেশে করোনায় মৃত্যুহীন ৪০ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৭, ২০২৩, ০৯:৪৩ পিএম
দেশে করোনায় মৃত্যুহীন ৪০ দিন

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। এসময় কারও মৃত্যু হয়নি। এর আগে সবশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৪০ দিন ভাইরাসটিতে আর কারও মৃত্যু হয়নি।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন অপরিবর্তিত আছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার (৭ মে) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে নতুন ২৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ।  যা আগের দিন ২ দশমিক ৯৬ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮২৩ জন। গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। দেশের আর কোথাও এ সময়ে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Link copied!