• ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬
প্রশ্ন জামায়াতের

সরকার একটি বাসস্ট্যান্ড চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নির্বাচন করবে কীভাবে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৮:৩৭ পিএম
সরকার একটি বাসস্ট্যান্ড চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নির্বাচন করবে কীভাবে?

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যে সরকার (অন্তর্বর্তী) একটি বাসস্ট্যান্ড চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না সেই সরকার কীভাবে এত বড় নির্বাচন করবে? নির্বাচন হয়ে যাওয়ার পর দুঃখ প্রকাশ করে বলবে, ‘এভাবে নির্বাচন দিতে চাইনি’ এটা হবে না।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত।  

তিনি এ বিষয়ে বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে ভোটের বিষয়ে গণভোট আয়োজন করতে। নির্বাচন অঞ্চলে কেউ বাধা দিচ্ছে কিনা এ বিষয়েও তার কাছে জানতে চেয়েছি।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার বিষয়েও কথা বলেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, তার ওপর যে হামলা হয়েছে তার ষড়যন্ত্র অনেক গভীরে। এটি উদঘাটন করে ব্যবস্থা নিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। তাই তাদের নিষিদ্ধ করা যেতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে বলেছি।

Link copied!