• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

৫০০ উইকেট নিয়ে অনন্য রেকর্ড সাকিবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:৫৩ এএম
৫০০ উইকেট নিয়ে অনন্য রেকর্ড সাকিবের
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব অনন্য এক কীর্তিতেও নাম লিখিয়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটে হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটে ‘ডাবল’ পেলেন সাকিব। সোমবার ম্যাচের আগে ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ছিল ৭৫৪৯।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে নামেন তিনি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক।

টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। নিজের অর্জন নিয়ে উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’

৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি।
ডাবলটাকে ৫০০ উইকেট ও ৫ হাজার রানে নামিয়ে আনলে সাকিব হয়ে যান দ্বিতীয়। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া ৫ হাজার রান ও ৫০০ উইকেট আছে শুধু ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়াইন ব্রাভোর (৬৯৭০ রান ও ৬৩১ উইকেট)।

স্বীকৃত টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট

উইকেট    বোলার    ম্যাচ    সেরা    ইকোনমি
৬৬০    রশিদ খান    ৪৮৭    ৬/১৭    ৬.৫৯
৬৩১    ডোয়াইন ব্রাভো    ৫৮২    ৫/২৩    ৮.২৬
৫৯০    সুনীল নারাইন    ৫৫৭    ৫/১৯    ৬.১৭
৫৫৪    ইমরান তাহির    ৪৩৬    ৫/২১    ৬.৯৬
৫০২    সাকিব আল হাসান    ৪৫৭    ৬/৬    ৬.৭৮
সেন্ট কিটসের বিপক্ষে আজ ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সাকিব বোলিংয়ে আসেন ১৫তম ওভারে। তৃতীয় বলেই ‘৫০০’ পেয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু জেইডেন সিলস ক্যাচ নিতে গিয়ে সীমানা দড়িতে পা লাগিয়ে ফেলে ছক্কা পাইয়ে দেন রিজওয়ানকে। পাকিস্তানের এশিয়া কাপের দলে না থাকা রিজওয়ান ওভারের শেষ বলে সহজ এক ফিরতি ক্যাচ তুলে অপেক্ষার অবসান ঘটান সাকিবের।

Link copied!