অফিসিয়াল ডাকসু ছুটি হলো ৭ থেকে ১০ সেপ্টেম্বর। এর আগে ৫ এবং ৬ হলো যথাক্রমে শুক্র শনি। আবার ১১ তারিখ হলো বৃহস্পতিবার। ওই একদিন অটো নিলে আরও ৩ দিন ছুটি। তাহলে এফেক্টিভলি ৯ দিনের ছুটি। এত বছর শিক্ষকতা করে যেই অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা কি বলে জিজ্ঞেস কইরেন না প্লিজ। আমি চাই আমার প্রেডিকশন ভুল প্রমাণিত হউক।
আমি কল্পনাও করতে পারিনা যে একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হবে তার জন্য সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ৪ দিন সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে দিবে। পৃথিবীতে সভ্য দেশে জাতীয় নির্বাচন হলেও মানুষ টেরই পায়না যে দেশে একটা নির্বাচন হচ্ছে। অথচ একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন নিয়ে জাতীয় পর্যায়ে যা হচ্ছে তা অনেক দেশের জাতীয় নির্বাচনে তার কাছাকাছিও কিছু হয় না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি বিশ্ব বিদ্যালয় হবে না কখনো? বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেইতো দেশ চালায় তো দেশে যদি বিশ্ববিদ্যালয়ই না থাকে দেশ চালানোর লোক নিশ্চই থাকবে না। এক্সক্যাটলি এটাই হয়েছে আমাদের। দেশ কেউ চালাচ্ছে না।
২৪ এর গণঅভুত্থানের পরও যদি অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে এই অজুহাতে ডাকসুর নির্বাচনের জন্য ৪ দিন ছুটি দিতে হয় তাহলে পরিবর্তনটা কোথায় হলো? যেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভবনা থাকে সেই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন কি ডিজার্ভ করে?