ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে এক ‘অদৃশ্য শক্তি’ কাজ করছে এবং ‘নানা রকম ষড়যন্ত্রের জাল বোনা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় জনগণের সঙ্গে দলের সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন, একইসঙ্গে নেতাকর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান।
রোববার (৩১আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান এ আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপায় হলো জাতীয় নির্বাচন। প্রায় এক বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণ লক্ষ্য করতে শুরু করেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করা, এর ক্ষেত্র প্রস্তুতে অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে।
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, সঙ্গত কারণেই এ সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই বিরোধী অপশক্তি ৫ আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। দেশে স্থিতিশীল পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তোলা হচ্ছে। এখনো সময় আছে, আমাদের সতর্ক হওয়া দরকার। পরাজিত, পলায়নপর অপশক্তি কিন্তু সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে রয়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হিসেবে জনগণের শক্তিকেই মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের জাল বোনা শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, পলাতক স্বৈরাচারের মতো বিএনপিরও বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে আসুন আগে নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশের কাছে দায়বদ্ধ সরকার গঠন করি সকলে মিলে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচনকেন্দ্রীক গণতন্ত্র চর্চার পথেই হাঁটতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে।