দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠি। রোববার (৩১ অগস্ট) সকালে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
শোবিজ ক্যারিয়ারে শুধু হিন্দি সিনেমা নয়, তিনি মারাঠি ভাষায় বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে অঙ্কিতা লোখান্ডে ও প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সুপারহিট ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র মাধ্যমে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রিতে।
অভিনেত্রী ২০১২ সালে অভিনেতা শান্তনুকে বিয়ে করেন। ২০২৪ সালে ‘তুজেচ মি গীত গাত আহে’ ধারাবাহিকে অভিনয়ের সময় ক্যানসারে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন প্রিয়।
অভিনেত্রী সর্বশেষ পোস্ট করেছিলেন গত ১১ আগস্ট। পোস্টে অভিনেত্রী তার স্বামীর সঙ্গে জয়পুর ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন।
অভিনেত্রীর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো মধ্যে রয়েছে, ‘চার দিন সাসুচে’, ‘তু তিথে মি’, ‘স্বরাজ্যরক্ষক সন্তাজি’, ‘য়া সুখানো ইয়া’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘তুজেছ মি গীত গাত আহে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’সহ আরও অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন।