অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ‘ফ্যাসিস্ট’ ঢুকে যেতে পারে।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে দলের কার্যক্রম নেই, তারা তো নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উৎসবমুখর নির্বাচন চাই। পুলিশ নিষ্ক্রিয় নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটা প্রস্তুতি দরকার সব প্রস্তুতি আছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    -20251029103315.jpeg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























