• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

পরীমনিতে ডুবে গেলেন কে এই গোলাম হোসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:৪৬ পিএম
পরীমনিতে ডুবে গেলেন কে এই গোলাম হোসেন
পরীমনি ও গোলাম হোসেন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি ছেলের জন্মদিনে অভিনেত্রী জমকালো আয়োজন করেন। সেখানে সবাইকে চমক দেন তিনি। তার সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে জুটি বেঁধে নাচেন পরীমনি। যদিও বিষয়টি খানিকটা আলোচনার জন্ম দিয়েছিল, অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেন। 

তবে এসবের মাঝেই পরীমনি নিজের দলবল নিয়ে সমুদ্রবিলাসে যান। সেখানে গোলাম হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে একটি ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে পরীমনি লেখেন—ঘোরাঘুরি।

এরপরই আবারও সেই সহকর্মীর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এবার তাকে খানিকটা খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। 

শিল্পী সমিতির নির্বাচনে পরীমনি | The Daily Star Bangla

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোলাম হোসেনের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন, আর ক্যামেরায় উচ্ছ্বসিত হয়ে দুজনেই পোজ দিয়েছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলে মিউজিক। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন— ‘ভাই।’

অভিনেত্রী তার সহকর্মী গোলাম হোসেনের খুনসুটির এমন ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের নেটিজেনরা নানা তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। বিশেষ করে ‘ভাই’ সম্বোধন করার পর খানিকটা অন্তরঙ্গ ভঙ্গিতে দেওয়া পোজ নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনরা— এ কেমন ভাই? নাকি গোলাম হোসেন ডুবে গেলেন পরীমনির জীবনে?

অভিনেত্রীর এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসার কারণ— এই একই ব্যক্তি পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার। অভিনেত্রী সেখানেই যান, সেখানেই থাকেন তার প্রিয় সহকর্মী গোলাম হোসেন।

এমন ঘটনা এর আগেও দেখা গেছে, পরীমনি তার সঙ্গে থাকা গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছিলেন—হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। পরে পরীমনি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

Link copied!