• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

আমার চাহিদা অনেক বেশি, যিনি মেটাতে পারবেন, তাকেই বিয়ে করব, বললেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:১৯ এএম
আমার চাহিদা অনেক বেশি, যিনি মেটাতে পারবেন, তাকেই বিয়ে করব, বললেন অভিনেত্রী
সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন বয়সের হিসাবে ৪৯-এ পা দিলেও গ্ল্যামার ও আত্মবিশ্বাসে আজও অনন্য। রূপ-লাবণ্য আর ব্যক্তিত্বে মুগ্ধ করেন অনুরাগীদের। তবে এত সৌন্দর্যের অধিকারী হয়েও কেন এখনো একাকী তিনি, সেই প্রশ্ন বারবার ঘুরেফিরে আসে ভক্তদের মনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানালেন, বিয়ে করতে তিনি রাজি, তবে তাতে রয়েছে কিছু শর্ত। তিনি বলেন, “আমি বিয়েতে আগ্রহী, কিন্তু এমন একজন মানুষ চাই, যার সঙ্গে আমার মানসিক মিল থাকবে। যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, সব সময় আমাকে বুঝবে। তবে এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন।”

 

সুস্মিতা বলেন, “হ্যাঁ, শুনতে আজব লাগলেও আমার চাহিদা একটু বেশি। যিনি তা মেটাতে পারবেন, তাকেই বিয়ে করব। না হলে একাই ভালো আছি।”

Sushmita Sen returning to films by end of this year

সুস্মিতা সব সময়ই সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন মনোভাবের পরিচয় দিয়েছেন। অভিনেতা রণদীপ হুদা, ব্যবসায়ী হৃতিক ভাসিন, পরিচালক বিক্রম ভাট থেকে শুরু করে লোলিত মোদি পর্যন্ত—বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে তার। তবে দীর্ঘস্থায়ী হয়নি কোনোটিই।

Sushmita Sen in red saree (Main Hoon Naa) | Sushmita sen, Main hoon na,  Cute love couple images

বর্তমানে আবারও গুঞ্জন—সুস্মিতা তার পুরোনো প্রেমিক রহমান শলের সঙ্গেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী প্রকাশ্যে কিছু বলেননি।

Link copied!