• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৮ রবিউল আউয়াল ১৪৪৬

৩ দলের কে কখন বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:০১ এএম
৩ দলের কে কখন বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

হঠাৎ রাজনীতিতে উত্তাপ। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে রোববার (৩১ আগস্ট) বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে শনিবার সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে। বেলা ৩টায় বিএনপি, বিকেল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে।

শফিকুল আলম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তি এটা প্রতিহত করতে পারবে না। কোনো ধরনের ষড়যন্ত্র এটাকে থামাতে পারবে না। নির্বাচন হওয়ার মতো যথেষ্ট সহায়ক পরিবেশ আছে।’

Link copied!