জনস্বার্থ বিবেচনায় পরিকল্পনা কমিশন সদস্য সোলেমান খানকে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যেহেতু পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সোলেমান খানের (৫৭১৮) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে। সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সোলেমান খান বিধি অনুযায়ী, অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























