• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
গুলিস্তানে বিস্ফোরণ

ভবনের ভেতরেই ১০ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৮:৫২ পিএম
ভবনের ভেতরেই ১০ জনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আশঙ্কাজনক অবস্থায় ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক বলেন, “আমরা বাড়তি চিকিৎসক ও নার্স এনেছি। যত জিনিসপত্র লাগে সব জোগাড় করেছি। এখানে এ পর্যন্ত চিকিৎসা নিতে এসেছেন শতাধিক আহত ব্যক্তি।”

এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। 

Link copied!